ঢাকা, ০২ মে শুক্রবার, ২০২৫ || ১৯ বৈশাখ ১৪৩২
good-food
১০৩২

পাখির সঙ্গে বোমারু বিমানের ধাক্কা, ক্ষতি ১৭ কোটি

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৩২ ১৬ মে ২০১৯  

জাপানের বিমান ঘাঁটি থেকে উড্ডয়নের সময় পাখির সঙ্গে ধাক্কা খেয়ে যুক্তরাষ্ট্রের এফ-৩৫ বোমারু বিমানের বড় ধরনের ক্ষতি হয়েছে। বুধবার ইউএস মেরিন কোরের এক বিবৃতিতে একথা বলা হয়।

বিবৃতিতে আরো বলা হয়, গেল ৭ মে ইউএস মেরিন কোর এয়ার স্টেশন ইওয়াকুনি থেকে উড্ডয়নের সময় মেরিন এয়ারক্রাফট গ্রুপ ১২ এর এফ-৩৫ বোমারু বিমানের সঙ্গে পাখির ধাক্কা লাগে। তবে সেটি নিরাপদে রানওয়েতে অবতরণ করে।

ঘটনায় বিমানের পাইলট আহত হননি। তিনি ঠিক আছেন।

এতে ক্ষতির পরিমাণ এখনো সম্পূর্ণভাবে নিরূপণ করা সম্ভব হয়নি। তবে মেরিন কোরের ধারণা, ২০ লাখ মার্কিন ডলারের ক্ষতি হয়ে থাকতে পারে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৭ কোটি টাকা।

১৯৯০ এর দশকে প্রায় ৪০ হাজার কোটি মার্কিন ডলার ব্যয়ে এফ-৩৫ প্রোগ্রামটি শুরু হয়। এটি পেন্টাগনের সর্বকালের সবচেয়ে ব্যয়বহুল অস্ত্র।